Tuesday, February 8, 2011

স্বপ্ন


যদি  অনেক  দুরের  এই  আমি ,
রাত্রি খুঁজে তোমার জন্য ঘুম আনি,
গল্প খুঁজে তোমার জন্য স্বপ্ন  আনি ,
তুমি সে  স্বপ্ন   দেখবে  কি  ??

যদি অচেনা শহরের এই আমি
ফুল খুঁজে তোমার জন্য রং আনি ,
নদী খুঁজে তোমার জন্য আবেগ আনি ,
তবে তুমি আপ্লুত হবে কি ?

যদি পথ হারানো এই আমি ,
চাদ হতে তোমার জন্য আলো আনি ,
আকাশ হতে তোমার জন্য ভাবনা আনি ,
তবে তুমি ভাববে কি ?

যদি বর্ণ হারা বর্ণহীন আমি ,
রংধনু হতে তোমার জন্য রং আনি ,
প্রজাপতির ডানার আল্পনা আনি ,
তবে তুমি তা গাযে মাখবে  কি ?

দূর আকাশে উড়ে ঘুরি ,
দূর শহরে জলে দীপ ,
অতিথি পাখিরা ডাকছে সরব ,
তাহা দেখে তুমি হাসবে কি ??

যদি আনমনে ঘুমিয়া পর ,
দখিনা বাতাস বহে জিরজির ,
যদি ফোটা ফুলগুলো ছড়ায় সুবাস ,
যদি পাখিগুলো করে কলরব ,
যদি সান্ধ আকাশে পূর্নিমা আসে ,
যদি প্রকৃতি দেখে বলে হও একাকার,
যদি রাত্রি করে তোমায় আহবান ,
তবে তুমি স্বপ্ন  দেখবে কি ??

No comments:

Post a Comment