Wednesday, November 24, 2010

শুভ্র সন্ধা

হৃদয় মন্দিরে যে ইনকিলাব হয়েছে শুরু,
না করিতে পারি অপলাপ তাহা,
হয়তবা অভিনিবেশ হবে না তোমার কখনোই
হৃদয় মরিবে আপন ক্ষিতিতলে।

হৃদয় বুঝি হৃদয় চিনিয়াছে!
তাই ছুটে চলে তোমার পানে অনবরত,
কতকাল করিয়াছে তোমার প্রহর প্রতিক্ষা,
কাটিয়াছে কত নিশা বিনিদ্র নয়নে।

অন্তরীক্ষে আজ অভ্র খেলে না,
তরঙ্গীনীতে আজ তরঙ্গ খেলে না,
জলধিতে আজ নিবির সমীরন,
নিশাকর তাই মেতেছে পূর্নস্নানে।

তনুমনে শিহরন,
হর্ষচিত্তে সলিল ঝড়িল নেএনলে,
আমাতে বুঝি পূর্নতা পেল আজ
তোমারই আগমনে।

যদি পার তুমি প্রানের সাথে মিশে যাও,
যদি পার হৃদয়ে হও একাকার।
রাঙ্গাও প্রভাত আবির দিয়ে,
স্বপ্ন আন সর্গ চেয়ে।

মেঘ ছিড়ে চাদকে আনো,
কাটা ভেঙ্গে ফুলকে পাড়,
রাএি ভেদে সূর্যি ডাক,
দূঃখ ঢেকে সূখকে রাখ।
আজি এই হর্ষ চিত্তে,
হইয়া বিহগ করিব ভ্রমন পূর্ন ধরনী।

(চলবে)

No comments:

Post a Comment