Thursday, November 25, 2010

তুমি হও পথ !

আমি পেয়েছি তোমায় হারানো পথের বাকে
কিংবা অসম্পূর্ন কবিতায়।
কখনো ভেঙ্গে যাওয়া স্বপ্নের মাঝে,
কখনো নিস্ফলক দৃষ্টির সীমানায়।

তোমায় দেখেছি মেঘে ঢাকা চাদের মাঝে,
কখনো বিষন্ন বিকেলের আঙ্গিনায়।
কখনো রক্তিম আভা ছড়ানো সূর্যে,
কখনো মিশে গেছ মেঘের কান্নায়।

তোমায় দেখেছি নীড়হারা পাখিদের ভীড়ে,
কখনো মিশেছ সূরহারা গানে কিংবা
ছন্দহারা কবিতায়।
কখনো হারিয়েছ উদ্দেশ্যহীন গল্পের মাঝে।

কিন্তূ!!
আমি তোমার মাঝে যে আলো দেখেছ
সে আলোয় হাজার শহর আলোকিতত।
যে স্বপ্ন দেখেছি
সে স্বপ্নে হাজার প্রান সজীবীত।
যে আশা দেখেছি
সে আশায় হাজার জীবন পেল খুজে পথ।

তুমি যদি পথ হও
আমি খুজি পথ,
তোমাতেই হেটে চলি আমি নিরন্তর।

আমি যদি পথ হই
তুমি খুজো পথ,
আমাতেই হেটে চল তুমি নিরন্তর।

No comments:

Post a Comment