Thursday, November 25, 2010

রক্তিম আধার

ভাবনা থেকে দূরে কোথাও
আলোকিত দূপুর পেরিয়ে কিংবা অন্ধকার রাত্রি ভেঙ্গে,
সময়কে বদলে দিয়ে তুমি এসো
নিবৃত এই আধারে।

অতীতকে মুছে দিয়ে চল স্বপ্ন বুনি,
রাত্রিকে ঢেকে দিয়ে চল সূর্যি আনি।
দূর আকাশের কালো মেঘ সরিয়ে
চল চাদ কে হাসাই।

নিবৃত কান্নার ঐ বাশি থামিয়ে দাও,
এলোমেলো সব কাজ গুছিয়ে নাও,
বিক্ষিপ্ত গতিপথ বদলে দিয়ে কক্ষে আসো,
চল খুজে নেই আপন ঠিকানা।

চল অসীমের মাঝে নিজকে বিলাই,
চল সত্যের মাঝে নিজকে ভাবি,
চল নিরব রাত্রিকে শান্তিতে ঢাকি,
চল আধারের মাঝে আলোর প্রদ্বীপ জালি।

চল অশ্রু থামিয়ে একটু হাসি,
চল সীমা হারিয়ে অসীমে ছুটি।
চল আমাকে আমি ভালবাসি
শুধু তোমার জন্য।


ভালবাসা যতই গোপন ততই মধু,
যতই গভীর ততই সুধা,
যতই অনুভব ততই ব্যকুলতা,
চল আপনাতে হারাই আপন যত আকুলতা।

চল স্বপ্নে হারাই, স্বপ্নে বাধি ঘর,
চল হাতে হাত রাখি বেধে দূর করি যত ঢড়।
চল সূখের স্রোতে ভেসে যাই,
আপনাতে গড়ে আবার আপনাতে হারাই।

কালো ফুলের মাঝে মাতাল সুবাশ,
আধারের মাঝে আলো আবাশ,
রক্তিম আলোতে নয়
চল রক্তিম আধারে আপন খুজি নিবাস।

No comments:

Post a Comment