Wednesday, November 24, 2010

স্বপ্নের জাল

মন ভালো নেই, তবুও
মন ছুটে চলে উদাস হাওয়ায়।
প্রভাতের আবির ছুয়ে কিংবা
সন্ধার দূর আকাশের রক্তিম আভা।
নিভৃত কান্না শুনে রাত্রি থমকে দাড়ায়,
আকাশের বুকে মেঘমালা নিরবে বারি ঝড়ায়।

নিরব দৃষ্টি উদাস পথে,বা
শুন্য দৃষ্টিতে অসীম আশার পশরা,
মনের ঘরে আলো ছড়িয়ে কিংবা
ছুয়েছে রাতের স্বপ্নের পূর্নতা।
এমনই আশার মুগ্ধ হাসি দুঠোটের মাঝে খেলে যায়,
নব চাদের স্নিগ্ধ হাসিতে রাত্রি ঠিকানা খুজে পায়।

প্রজাপতির ডানার নতুন আলপনা, কিংবা
অদ্ভূত দৃষ্টিতে চেয়ে থাকা অক্ষিগোলকের সূদূর ঠিকানায়,
জোসনা রাতের আলো আধারের খেলায়, অথবা
ঢেউ এর তালে নৃত্যরত ভেলায়।
যে কথা নিত্য স্বপ্ন আনমনে আশা জাগায়,
স্বপ্নের জাল বুনে আশাগুলো জীবনে বাসা বাধায়।

No comments:

Post a Comment