Wednesday, February 23, 2011

আকাশের প্রেম!


মেঘেরা জমেছে আকাশ জুড়ে ,
তবুও বৃষ্টি না
আকাশের বিসন্নতা বাড়ে,
আপন বক্ষে ধরে রাখা সূর্য কে হাসাতে পারেনা।
মেঘেদের ছুটাছুটি আকাশের বুক ছিঁড়ে,

যেন আকাশ জুড়ে মেঘ, মেঘের উপর মেঘ জমে,
সাদা মেঘ কালো হয়ে যায় তবুও বৃষ্টি নামে না।


আকাশ বলে ও হে জমিন,
বল একি প্রতিদান ?
আপন অশ্রু যে তোমায় দিলাম,
বিনিময়ে মেঘ দিয়া কেন নিজেকে কর আড়াল?
জমিন বলে, ও হে আকাশ,
তোমার ভালবাসার প্রখর তাপে-
আমি যে হই পুড়ে ছাই,
তাইতো তোমায় মেঘ দিয়ে
আপনের মাঝে অনুভব বাড়াই।

আকাশ-জমিনের আহেন প্রেমের খেলা
ক্ষণে ক্ষণে  যে চলে,
আকাশের বুকে চাঁদ-তারার খেলায়
জমিন যে মেতে উঠে।

কখনো আলো আধারের খেলায়
হয় যে গোপন অভিসার,
কখনো আধারের ডেকে দিয়া শহর,
দুজনে হয় একাকার ।




কখনো জমিনের মাঝে সবুজের মেলায়
আকাশ যে মিলায় রং,
কখনো আকাশের খুনসুটিতে
জমিন যে হারায় ডং।

জমিন বলে, ও হে আকাশ-
মাঝে মাঝে তুমি এমন কেন?
মুহূর্তে জল ঝরিয়া হাসিতে রাঙ্গ,
আবার তুমি হাসি মিলায়ে কান্নায় মাত !
আকাশ বলে, ও হে জমিন,
তোমাতেই আমার সর্বসুখ,
তোমাকে পাবার অভিলাসে
আমার মঝে এত রুপ !! 

আকাশ-জমিনের এহেন প্রেম কত শতশত,
তবুও ভাবনায় মিলায় দুজন অবিরত।
জমিন জানে- আকাশ যে থাকে সুদুর,
সে কত যোজন যোজন দূর !
আপনার মাঝে তাই বাজে,
অব্যক্ত বেদনার সুর।

হয়ত নিয়মকে ভেঙ্গে দিয়া একদিন,
আকাশ-জমিন হবে একাকার।
সুদুরের পানে তাকিয়া আকাশ,
জমিনের মাঝে হাসি লুকায়।





No comments:

Post a Comment