Tuesday, February 22, 2011

প্রতীক্ষা


প্রতীক্ষা একফোঁটা জলের,
সুদুর আকাশ পানে মেঘের দিকে নিস্পলাক!!
মুহূর্ত হতে শত মুহূর্ত , দিন হতে মাস বছর,
এভাবে ই চলছে সময়- আশারা প্রহরায় ।

একটি চিঠির প্রতীক্ষা
কর্ণ কে পেতে রখেছে পাথের ধারে,
ডাক হরকরার ক্রিং ক্রিং শব্ধ আর ,
প্রিয় তমের একটু খবরে হাজার চিন্তার অবসান

কখনো প্রতীক্ষা একটি শব্ধ হতে পরের শব্ধে,
একটি শব্ধ কে অর্থ দিতে আর একটি শব্ধের আগমনের,
কখনো প্রতীক্ষা দূর হতে একটি শব্ধের আহবানের,
যে শব্ধে মিলে যায় দুটি মন !
কখনো প্রতীক্ষা একটি বাক্য হতে পরের বাক্য,
কখনো প্রতীক্ষা একটি চিঠি হতে পরের চিঠির,
কখনো প্রতীক্ষা সুদুরের অজানা অনুভুতির ।



কখনো সপ্ন দেখা স্বপ্ন ছোঁয়ার আশায়,
আশার শহরে বাধাহীন ছুটে চলা,
কখনো নয়নে ঘুম নেমে স্বপ্ন আসে,
কখনো নয়নের দৃষ্টিতে স্বপ্নরা ভেসে চলে,
স্বপ্ন ছোঁয়ার আশায় চলে আমার প্রতীক্ষা ।

প্রতীক্ষার প্রহর কাটে না, কিন্তু জীবন কেটে যায়,
প্রতীক্ষার হাত ধরে চলছে সময়,
তবু জীবন থেমে থাকেনা প্রতীক্ষায়।


No comments:

Post a Comment