Sunday, February 27, 2011

দু’টি কবিতা


 ১.
শহরের এক প্রান্ত হতে
ধুলো দের অন্য প্রান্তে ছুটে চলা,
তোমার গায়ের ধুলরাশি,
আমার গায়ে হয় জমা ।
তব তুমি দাওনি কেন বাধা,
যদি মান তোমার আছে ভিন্ন গ্রহ !!

আমার চোখের অশ্রু,
বাতাসে মিশে হলো মেঘ,
মেঘের কান্নার জলে
তুমি করেছ স্নান বেশ !
তব কেন বৃষ্টির মিষ্টি জলে তৃষা মিটিয়া,
আমার অশ্রুতে দিয়াছ থুতু !


২।

নিয়তি কে দেখ,
লাল নীল সুতই বোনা কোন চাদরের মাঝে।
তোমার বদনের হাসি মিশে
কারো নয়নের জলে,
আবার সেই জল ই মেঘ হয়া ফিরে আসে
তোমারই সকাশে।

যৌবনের মিছিলে তুমি যখন
সামনের সারিতে,
মা ফিরে মিছিলের পিছনে
দাদী কে রেখে ঘরে।
তোমার যে এবার ঘরে ফিরার সময়,
তবে মাকে রাখিবে কোন কোণে?

No comments:

Post a Comment