Wednesday, November 24, 2010

মুক্তি !

মুক্তির মিছিলে প্রহর গুনে
মুক্তি মিলছে না কারো,
অগোছরে কেউ গর্ম ঝড়ায়
জুটছে হতাশা আরো।

রাজা বসে তার আসনালয়ে
সিংহাসন বড় ভারী,
মুক্তি মিলে কি তার ক্ষনিকের তরে
অবকাশে দেয় পাড়ি।

মন্তী বসে গুরূ চিন্তায়
হচ্ছে নাভিশ্বাস,
আশ্বাস ভেঙ্গে প্রজা সাধারনের
হারিয়েছে বিশ্বাস।

ধনের তরে ধন পূজারী
মাথায় দিয়েছে হাত,
ধনের লয়ে বিনিদ্র রজনী
কাটে না যে তার।

বিদ্বান ভাবে বসে বসে
কিসে মুক্তি হে ভাই,
মুক্তির শত উপায় লিখেও
জীবনের খাতায় মুক্তি নাই।
প্রেমিকের মাথায় প্রেমিকার আবদার
একে একে জমেছে ভীড়,
দাবি পূরনের অসঙ্গতিতে
না জানি ধরে সম্পর্কে চিড়।

অভাবীর অভাব নিত্য স্বাভাব
মুক্তি মেলা দায়,
মুক্তির খোজে দ্বারে দ্বারে সে
করে যে হায় হায়।

কবি তার মুক্তি খোজে
পদ্যের ছন্দে,
ছন্দ মিলাতে গিয়ে কবি তাই
পড়েছে অর্থের দ্বন্ধে।

মুক্তি নামের মুক্তা পেতে
খুজছে কাদা মাটি জল,
মুক্তি পেতে পূর্ন নিয়ে
আপন দেশে চল।

No comments:

Post a Comment