Wednesday, November 24, 2010

তম !!

রক্তিম আলো নয়,
রক্তিম আধার চাই।
সূর্য হাসা কোন ভোর নয়
কুয়াশা ঢাকা প্রভাত,
পূর্নহাসা কোন চাদ নয়
মেঘে ঢাকা চাদ খুজি।

দিন থেকে অনেক দূর চলে এসেছি
রাএিকে ভালোবেসে,
লোকালয় ছেড়ে নির্জনে আমি
নিসঙ্গতাকে জড়িয়ে।

সূখকে পেছনে ফেলে
বেদনাতে আলিঙ্গন,
বাকা হাসি মুছে দিয়ে
অশ্র্ সিক্ত দু’নয়ন।
অধরায় যাহা রহিয়াছে
তাহার পানে চেয়ে,
রহিয়াছে যাহা বাহুডোরে
ছাড়িলাম তাহা নিঃসংকোচে।

উল্লাসিত রজনী চাহি না
খুজে ফিরি নিরব রাএি,
আলোকিত শহর ছেড়ে
ভেলা ভাসাই গহীন দ্বীপে।

সহস্র বন্ধুর ভীড়ে
মন বিলাই না সূখের তরে,
আগমন হেথা প্রহর গুনে
রাএি ভেজাই তোমার মনে।

নিস্কণ্টক কোন পথ চাহি না
রক্ত ঝড়াই পদ চিহ্নে,
নিদ্রিত রাএি চাহি না আর
নিস্ফলক আখি তোমারো পথ পানে।

(চলবে)

No comments:

Post a Comment