Wednesday, November 24, 2010

ও হে মানব!!

ও হে মানব!!
দীপ জালিয়েছ তুমি দেখব বলে !!
হায়!! চোখ মেলে তুমি যাহা দেখিয়াছ,
সেইসব তো সবাই দেখে,
তবে তুমি ভিননই কি দেখিয়াছ?
তোমার চোখ কি? মানুষের চোখ?
ঠিক কি হিস্র ব্যগ্র চোখের মতো দেখ? নাকি,
শখুনের সূদূর দৃষিটতে যাহা দেখে, তুমি তাহাই দেখ?

তুমি দীপ জালিয়েছ দেখব বলে !!
বলতো তুমি কেমন দেখ?
সপ দৃষিটতে যাহা দেখে তাহা দেখ নাকি,
সিংহের তীক্ষ দৃষিট তোমার দৃষিটর মাঝে মিশে গেছে !

সত্যের সমূখে যে তুমি বিনম্র ছিলে,
সে তুমি আজ উমমমাদ.
মিথ্যার অভিমূখে যে তুমি বীর ছিলে,
সে তুমি আজ নিবাক.
পাতক তোমায় ঘিরিয়া নিয়াছে,
বাধা পরিয়াছ কোন কুহকে?

No comments:

Post a Comment